নীল জোছনা কেন বোঝনা
অতৃপ্ত মনের এই কামনা
এই আঁধারে মন মাঝারে
ভেসেছে আঁখি পিয়ে যাতনা।
ঐ সাগরে যদি বিরহে
থেমে যায় স্রোত
তবে কেন হায় এই অবেলায়
পিক হাসে খুব!
ঐ দিগন্তে মায়াবী ছন্দে
মিছে হাসে মেঘ
কাঁদে শুক তারা হুরী লাজে লাজা
ব্যর্থ জ্বীন কেঁদে শেষ!
যদি গুলবাগে হাসে জুঁইশাখে
ফুল রাণী কেঁদে সার
তবে আনমনে ঐ ফুলটাতে
মূর্ছা গিয়ে খোলছে হৃদয় দ্বার!