আজি এ আন্দামানের উপকূলে বসে
করুণ পরাজয় দেখেছি পলাশীর প্রান্তরে
মীর জাফরের কাঠের সেপাইয়েরা হয়েছে বিবেক হারা
দেশ প্রেমের নিশান ওড়ায়ে মরে অসহায়েরা
যখন পলাশী গাহিতেছিল পরাজয়ের গাঁথামালা
উদাস কূষক রাখালেরা চুপ পাশেই ছিল যারা!
ওরা ভেবেছিল রাজায় রাজায় যুদ্ধ করি
তাতে আমাদের কি কারবারি!
হায় অভাগা, চরম অভাগার দল
লর্ড ক্লাইভ কি বলেছিল কান পেতে ঐ শোন।
আমাদের বিজয় রথের পাশে দাঁড়ানো ঔত্‍সুক জনতা
একটি ঢিল মারত যদি তাতেই মিটত বিজয়ের আশা!
আজো আন্দামানের কালাপানি হাহাকার করে মরে
পলাশীর বুকের রক্ত লালিমা চাপা কান্না হয়ে ঝরে!