তুমি ঘুমাও খুকুমণি
ঘুমাও আমার মা
নিরব শান্তির ছোঁয়া
হোক তোমার বিছানা।
চাঁদের কিরুণ লাগুক চোখে
খুব যতনে খুব গোপনে
তোমার এ ঘুম দেখুক সবে
ঘুম কুমারী হাসুক লুটে!
দক্ষিণ দূয়ার জানলা খোলে
আসুক ছুটে হিমেল হিমে
হাসনা হেনা জুঁই চামেলী
গন্ধ বিলাক গোলাপ বেলী।
তোমার এ ঘুম ঘুম পাড়ানী
বলুক ঘুমের ঘুম কাহিনী
নিশীত রাতে একলা পাখি
দেখুক তোমায় চুপটি করি।
পঙ্খিরাজের ঘোড়ায় চড়ে
সোনা রূপার কাঠি নিয়ে
ঘুম ভাঙাতে আসবে জানি
রাজার কুমার সওদা করি।
ঘুমাও তুমি খুকুমণি
তোমার পাশে আমরা আছি
আমার মায়ের ঘুম ভাঙাবে
আলোর পরশ শিশির ভোরে!