ধন ভান্ডারে পূর্ণ এ সুবহে বাংলার গান
পর্যটকেরা মুগ্ধ নয়নে গাহে চির কাল।
দ্বিগবিজয়ী আলেকজেন্ডার থেমেছ হেথা
দোযখপুর নেয়ামত বলেছে ইবনে বতুতা।
যখন এ দেশে সভ্যতার আলো জ্বলে
ইউরোপ আমেরিকা তখন গহীন অন্ধকারে!
পৃথিবীর ভূস্বর্গ সমৃদ্ধ ঐতিহ্য সাংস্কৃতিক পটভূমি
ছায়া ঢাকা পাখি ডাকা সবুজের হাত ছানি!
তিন টাকায় গরু আর টাকায় আট মণ চাল
স্বর্গ সুখ নেমেছিল, খোদার রহম দ্বার!
আজো কান পেতে শোনি এ উত্তাল স্রোতে
সভ্যতার উত্‍কর্ষতা থামে বেদনার ক্ষতে!