ওগো মেয়ে
তোমার জন্ম যেন আকাশে উঠা নতুন চাঁদের মত
যেন নতুন জগত, চাঁদের পাশে উজ্জ্বল তাঁরা!
তুমি হাসো, হামাগুড়ি দাও, আলতো বল
সবার স্নেহ ঝরে পড়ে, খুিশতে আত্মহারা!
সবার চোখের সামনে, ভাবলেশহীন শৈশব পার হয়ে
তুমি ফুলের প্রথম পাপড়ির মত জেগে উঠ যৌবন বসন্তে।
সে এক অপরূপ অপূর্ব আলোকিত দৃশ্য
তোমার বাবা মায়ের চোখে খুশির বিশ্ব।
তারপর তোমার জীবনে আসে গ্রীস্ম
লজ্জা লাবণ্যের এক অপরূপ মিশ্র।
ঠিক যেন গোলাপের গোলাবি রং
তার উপরে বৃষ্টি ফোটার রংধনু সং।
সারা পৃথিবী অবাক তাকিয়ে রয়
গায়কেরা গান গায়, কবিরা কবিতা লেখে
সুবহান আল্লাহ, আলহামদুল্লিলাহ সুরে
প্রকৃতির ভাঁজে ভাঁজে বাড়ে বিস্ময়!
তারপর তোমার জীবনে নামে শরৎকাল
সবুজ পাতাগুলো হয় বির্বণ হলুদ
ত্বকে ভাঁজ পড়ে, চোখের নিচে কালি
মাথায় সাদা চুল, থামে জীবনের গতিখানি।
সবশেষে শীতকাল আসে জীবনে তোমার
খেঁজুরের শুকনো ডালার মত তুমি
বিদায়ের পথ খোঁজ এই পৃথিবী থেকে
চাঁদ ডোবে যায়, তুমিও হারাও অনন্তে!