আমিও স্বপ্ন দেখি
কোন এক নতুন সূর্যের
অপেক্ষায়
শিশির ফোটা পড়া পুকুরের
জলে
কল্লোলিত মূখরিত
হাঁসেদের সাথে
এই যান্ত্রিক সভ্যতার
যন্ত্রণা মুছে
আমিও
দাঁড়িয়েছি বুনো লতা হয়ে!
সেথায় সূর্য উঠে সূর্য
ডোবে
রূপালী চাঁদ
হাসে পূর্ণিমা রাতে
মুরগের ডাকে জেগে উঠে সবে
পাখিদের কিচির
মিচিরে সময়টা চলে।
সেথা তুমি পাবেনা ডিশ
এন্টেনা
বিদুতের আসা যাওয়ার
বাড়াবাড়ি
পাবেনা এয়ার কুলার.
টিভি ফ্রিজ
মোবাইলে রিংটোন
বাজবেনা আড়াআড়ি!
সেথায় তোমায় কেউ
মিথ্যে স্বপ্ন দেখাবেনা
শেয়ার বাজার. ডেসটিনি.
হলমার্ক নেই সেখানে
সেখানে আছে বিস্তৃত জমি,
হাতরি শাবল
ম্যাজিক নয়,
গাঁয়ে খেটে যেতে হবে লক্ষ
পথে।
সেখানে নেই মলম পার্টি,
ফরমালিনের হাসি
পেটুক ভালোবাসা,
সিসা ভরা বাতাসের কাঁশি
সেথায় হেলেঞ্চা শাক,
আছে কলমী লতার ডগা
জীবন বোধ আছে, নেই
ভালোবাসার নামে পেটুকের
হানা!
সেথায় নেই ঝর্ণার জল,
বাথটাবে কাকের সাতার
নেই ডেসিবলের তীব্রতা,
মিছে ব্যস্ততার পাহাড়
সেথায় হাচনা হেনার সুবাস,
দক্ষিণা বাতাস
এক খন্ড কালো মেঘ,
নির্মল বৃষ্টির ছোঁয়া।