রহমত নাজাত মাগফিরাতের
অবসানে
ঈদ উল ফিতরের চাঁদ
হাসে ঐ বাঁকা ঠোটে,
সিয়াম কিয়াম
খতমে কোরআনের পরে
তাকওয়ার পুরুস্কার
নিয়ে ঈদ আসে বারে বারে।
এক মাস রোজা রেখে এগার
মাস চলব বলে
শপথের বাণি বিলীন,
টি ভি চ্যানেলের
আমন্ত্রণে!
এক মাস রোযা রাখার
কষ্টার ভুলার তরে
অর্ধনগ্ন মডেলের
হাসিতে ডুবে থাকি বুদ হয়ে!
এখন ঈদ নেই কোলাকোলির
খুশিতে
এখন ঈদ নেই যাকাত আর
ফেতরাতে
এখন ঈদ নেই গরীব দুঃখীর
বাড়িতে
এখন ঈদ নেই রাসূলের
চিরন্তন বাণিতে!
ঈদ
কে পাবে তুমি বিপণী বিতানে
ঈদ
কে পাবে তুমি রংচটা পার্লারে
ঈদ কে পাবে তুমি স্টার
সিনেপ্লেক্সে
ঈদ
কে পাবে তুমি রকমারী চ্যানেলে!
ঈদ হলো প্রডাক্ট
তুমি হলে ক্রেতা
ঈদ
হলো সারিকা তুমি হলে শ্রোতা
ঈদ হলো সাকিব
তুমি হলে বেকুব
ঈদ হলো ছিনতাই, যাও
তুমি বাই বাই!