এ বিশ্ব সংসারের নিদারুণ ঘূর্ণিপাকে
জীবনের ক্ষয়ে যাওয়া সময়ের বাঁকে বাঁকে,
যারা করেছ পাপ হয়েছ পাপি দোষের নদে তব দোষে
যাদের এতটুকও সময় ছিলনা প্রায়শ্চিত্তের কাটেনি আফসুঁসে।
তোমাদের পাপে জানি পৃথিবী আজো কাঁপে থর থর থরে
সকল ভালোরা বিদায় নিয়েছে পাপেরা চুপি এসেছে ঘরে।
তোমারা বিছায়েছ কুহকের জাল প্রতারণার আবডালে
সারাটি জীবন অভিশাপ কুড়ায়ে ঘৃণার অতলে রলে।
আধাঁরের পথে হেটে হেটে তব আলোর দেখা না পেলে
ভরা জোস্না পাসনিরে তোরা তব মনের আঁধারের ছলে!
তোদের হাসিতে ছিলনারে মায়া, হাসি নয় ওতো শুধুই কায়া
কাঁদতে তবু জানতিস যদি বুঝতি তবু পৃথিবীর মায়া।
সাঝের বেলাতে প্রিয়ার ছলকে হসনিরে তোরা পুলকিয়া
আফিম নেশাতে নেশার ধমকে জীবন কেটেছে ধুকিয়া,
বাবাতো তোদের থেকেও নেই মাও চলেছে একি পথে
স্বজন বন্ধু কেউ তো নেই, ভাই বোন ও চায় লুকাতে।
পাপের সলিলে রচিলি সমাধি পূণ্যেও নদে লাথি মারি
ওরে হত ভাগা ওরে বেহায়া কারো মনে না ঠাই পালি?
ওগো প্রভুওগো দয়াময় দয়ার সাগর ওগো করুণার আঁধার
পাপির তরে নেইকো ঘৃণা ওরা পড়েছে অকুল পাথার।
যে পড়েছে তোমার চরণে সেতো সব হারেয়ে সব ই পেল
পাপির বাদশা সব পেলেও তবুও যে তার সব গেল!
আমার হৃদয় কাঁদিছে থাকিয়া ওরা পাপি ওরা অসহায়
পাপের সাগরে ভেসে গেলেও, ওরা বেঁচে যাবে তোমার দয়ায়।
দয়া কর প্রভু যত ই গোণাহগার তবুওতো বান্দা তোমার
তুমি ফিরালে কেগো ডাকিবে কোথাওযে আর নেই যাওয়ার।