বানর আর মাছের বেজায় দোস্তি
কথা না বলে তারা পায়না যে স্বস্তি
পরাণে পরাণ খুলে কত গল্প বুনা
আগামীর দিন নিয়ে যত জল্পনা।
এভাবেই বেশ যাচ্ছিল কেটে রোজ
বানর আর মাছের বন্ধুত্ব হররোজ!
একদিন আকাশে মেঘ কালো করে
বৃষ্টিটা নামল রাজ্য কাঁপায়ে
ভিজে ভিজে মগডালে বানরের গা
সর্দি ঠান্ডায় হল রফ দফা!
বৃষ্টির খুশিতে বন্ধু মাছে
বারে বারে লাফ মারে বড় উল্লাসে।
বন্ধু বানর ভাবে বড় কষ্টে
মাছ বুঝি লাফ মারে এমন করে।
বন্ধুর কষ্ট সইতে না পেরে
বানর উঠায় তাকে নিজ বাসাতে।
ঐ দিকে দম ফেটে মাছ লাফ মারে
বানর বুঝে এ লাফ বড় কৃতজ্ঞতাতে!
হায় হায় প্রাণ যায় বন্ধু মাছের
বড় পিরীতির মোহ কাটে তব বানরের!
39 Likes2 Comments3 Shares