আমি এক রিফিউজি
আমার কোন রাষ্ট্র নেই
ঈশ্বরের পৃথিবীতে আমি এক রাষ্ট্রহীন নাগরিক।
আমি মানুষ নই শুধুই রিফিউজি
মানবতার সংজ্ঞা আমার জন্য নয়
বন্য প্রাণীরও কিছু অধিকার থাকে
পোকা মাকড়েরও থাকে স্থায়ী আবাস
হায়েনা নেকেড়েরও আছে বাসস্থান
আমার নেই সেটা
মানবাধিকার আমার সামনে নিশ্চুপ
রাষ্ট্র বিজ্ঞান আমায় নিয়ে নতুন সংজ্ঞা খোঁজে
বুদ্ধিজীবীরা আমায় নিয়ে বুদ্ধিহীনতায় ভোগে
পৃথিবীর তাবৎ মানবতাবাদী লজ্জায় মুখ ঢাকে!
আমার প্রতিভা নেই
নিজস্ব সত্ত্বা নেই
মৌলিক অধিকার নেই
আমার পদ চিহ্নের কোন বৈধতা নেই।
আমি রিফিউজি
আমার জন্য অপেক্ষায় নিজ দেশে ডিটেনশন ক্যাম্প
অপরের দেশের কাটা তাঁরের সীমানা
কিংবা জংলি আইনের গ্যারাকলে ফেরার আসামী।
আমি এক রিফিউজি
আমার কান্না কোন প্রেমিকার হৃদয়ে ঝড় তোলেনা
আমার তরে কোন বাগানে গোলাপ ফুটেনা
আমি এক অবাঞ্চিত
আমি একজন আগুন্তক
আমার ক্ষুধার্ত চোখ কারো ঘুম ভাঙাবেনা
কোন এক বিষন্ন দুপুরে
আমার পচা লাশ পরে থাকবে ভাগাড়ে
কয়েকটি কুকুর আর শুকুন ভুভুক্ষের মত দাঁড়াবে পাশে
ক্যামারের ফ্লাশ জ্বলে উঠবে হঠাৎ
অতঃপর নিউইয়র্ক টাইমসের প্রচ্ছদে আমি
যে ছবি পাবে পৃথিবীর সেরা আলোকচিত্রীর পুরস্কার!