রূপকথার সপ্তম কলস কখনো পূর্ণ হয় না
মাত্র কয়েকটি স্বর্ণমুদ্রা হলেই হয়
কলসের মালিকের সেকি প্রাণান্তকর চেষ্টা
কলস পূর্ণ করার কি নিদারুন সাধনা
অথচ কলস কিছুটা খালিই থেকে যায়
ওদিকে কলসের মালিকও করেছে ভীষণ পণ
তার ক্ষান্ত নেই কলস ভরবে না যতক্ষণ
দিন রাত চলে তার অবিরাম খাটুনিতে
নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, বিরাম নেই
একটাই চিন্তা দিনরাত, কলস ভরা তার চাই।
এইতো আর কয়েকটি স্বর্ণ মুদ্রা, তারপর -
অচিরেই হবে সে সাতটি  ভরা কলসের মালিক
হায় সে সাধ আর তার কখনোই হয়না পূরণ
কলস ভরার অভিলাষে, সকল সাধের হয়েছে কবর
পৃথিবীতে আরও কত রঙ আছে, কত রস আছে
কত কামনা, বাসনা, কত স্বাদ, আছে কত রূপ
সে জানল না কলস ভরার অভিলাষে
হায়! কলসের পিছে ছুটে ছুটে কবরের দেশে
কলসের মালিক সব রেখে পাড়ি জমায় শেষে
সপ্তম কলস যেমন আছে তেমনি থাকে পড়ে
এত এত স্বর্ণ মুদ্রা তার লাগলো না কোন কাজে!