কখনো কখনো নিরবতা আসে
হয়ত তখনো চারপাশে হাজারো মানুষের ভীড়
প্রচন্ড রকম ব্যস্ততা, কোলাহল, কলরোল
পাবলিক বাসে ধাক্কাধাক্কি, রাস্তায় মানুষের জট
তখনো দেখবে নিরবতা আসে
পৃথিবীর এইসব হাজারো সরববতার মাঝে!
যাকে তুমি সুখের ভেলায় ভাসতে দেখ
সামাজিক মাধ্যমে হাস্যজ্বল ছবি
সুখের ডালি উপচে পড়ে শরবতের গ্লাসে
আসলে কি সে সুখি? সুখের প্যারামিটারে?
এইসব সুখের ভীড়ে দুখের এক নদী নিরবে বহে!
এই যে আকাশ ভরা ঝকঝকে রোদ্দুর!
সব অন্ধকার চলে গেছে কোথায়, কোন দূরে
যেথা তাকাবে সব পরিস্কার, স্বচ্ছ তকতকে
এইসব আলোর ভীড়েও কিছু জমাট অন্ধকার থাকে!
কখনো কখনো নিরবতা আসে
হাজারো সরবতার ফাঁক গলে দাঁড়ায় পুরোটা জুড়ে!