তেতুল বনে নেমেছে রাতের নিরবতা
তেতুল পাতার ফাঁকে ওঠেছে মায়াবী চাঁদ
ধবল জোস্না নেমেছে পুরোটা গাছ জুড়ে
ঝিরিঝিরি বাতাসে দোলছে তেতুল পাতা।
একটা জ্বীন বসে আছে গাছের মগডালে
তার মনে বেজায় দুঃখ জমে হয়েছে ক্ষীর
কোন পরী আসেনি এ বনে এতকাল ধরে
পরী গিয়েছে জারুলের বনে সোনালুর সনে
তেতুল বনে সে আসবে না কোনদিন
হাসবে না, কথা বলবে না এ টকের বনে
সে শধু ফুলের গাছে ঘুরবে অনন্তকাল ধরে
তেতুল বনে যে জ্যোস্না তা দেখবে না সে
বুঝবে না এখানে নিরব ধ্যানে বসে আছে;
প্রেমের চিঠি নিয়ে এক দুখি জ্বীন!