রাজতান্ত্রিক দেশের কুকুর ও গণতান্ত্রিক দেশের কুকুরের সাথে দেখা হলো সীমান্তে -
- ভাই রাজতান্ত্রিক কুকুর তোমার শরীরতো ভারী পুষ্ট হে, আছো বেজায় সুখে?
- ভাই গণতান্ত্রিক কুকুর, তুমি হাড় জিরজিরে খুব, আছো বুঝি দুঃখে?
- খেয়েদেয়ে আছি বেশ, তেলতেলে তাই কেশ।
- আমি ভাই না খেয়ে, যাচ্ছি তোমার দেশে ধেয়ে।
- আমিতো ভাই যাচ্ছি তোমার দেশে, এত সুখ একঘেঁয়ে।
- ক্ষেপেছো কেন? না খেয়ে মরবে জেনো।
- খাবারে সুখ নাই ভেউ, অনেক দিন করি না ঘেউ ঘেউ।
- খাবার খেয়ে থাকো চুপ, ঘেউঘেউ নাহোক খুব। করি কতো ঘেউঘেউ, খাবার দেয় না কেউ।
- বল কি হে, পেটে কত কথা জমে, মরে যাই দমে দমে। খাবার কি সব ভেউ, যদি না করি ঘেউ?
- রাজার দেশে ফেউ, থামিয়েছে তোমার ঘেউ। তবুওতো খিঁচ খেয়ে, আছো বেশ খেয়ে দেয়ে।
- ওরে ভায়া, রাজার ছায়া, বাকি সব কায়া, বাঁচি না আর ঘেউ ছাড়া। ঘেউ করার অধিকার,  শুধু কি রাজার একার।
- অতসব বুঝি না, ঘেউ করে বাঁচি না, যদি থাকে খাবার, খিঁচ খেয়ে করব সাবাড়।  রাজার দেশে থাকে ফেউ, কি হবে করে ঘেউ।
-  ভাই তুই না খায়া, হারিয়েছিস তোর হায়া। ঘেউ ছাড়া থেকে প্রহর, কি লাভ হয়ে কুকুর।
- তুই আয় আমার দেশে, আমি যাই তোর দেশে। তুই না খেয়ে কর ঘেউ। আমি খাব চুপে, কারণ ;  রাজার দেশে আছে ফেউ!