(আঞ্চলিক কবিতা)


তুমার ঐ চউক্কের দিকে আমি আইজ চাইতে পারি না ক্যান?
ক্যান আমার চোউখ আইজ ফিরা ফিরা আহে?
তয় আমার চউখ কি আন্ধা?
কই আন্ধাতো না
আমিতো সবই দেহি আগের মতন
আসমানের চান দেহি, পাখি দেহি
নদী, ফুল, তরুলতা সব দেহি
কেবল তুমারে দেহি না!
আইচ্ছা,  আপন জন মইরা গেলে কি
বেবাকতেরি এমনডা অয়?
বেবাক মাইনষের মন কি এমনি কইরা কান্দে?
বেবাক মাইনষের চউক্কে কি এমনি কইরা ছানি পড়ে?


আমি সব দেহি
কেবল  তোমারে দেহিনা।


যেই চউখ চিরতরে বুইজা যায়
আমার চউখ সেই চউখ দেহে না
হেই নিথর মুখের দিকে আমার চউখ চাইতে পারে না
আপনজনের বিদায় কোন চউখ দিতে পারে না।


আমার চউখও পারে না।