খাঁচার পাখি খাঁচায় রইল চিনলাম নাতো তারে
যতই তারে ধরতে যে যাই দেয়না ধরা মোরে।
দেহের খাঁচায় সেই পাখিটা কোথায় বসত করে
বুঝলাম নাতো এই জীবনে পাইলাম না অন্তরে।
খাঁচার পাখি থাকলে খাঁচায় আমি বাঁচি ভবে
খাঁচার পাখি উড়ে গেলে যাব মরে তবে
সেই পাখিটা আমি যদি হই আমায় চিনিনাতো
বিধির খেলা বড়ই আজব আমি বুঝিনাতো।
দেহ থাকবে শূন্যে পড়ে আমি যাব কোন মাঝারে
খাঁচাখানি রইবে পড়ে পাখি যাবে কোন আকাশে?
ওগো বিধি সবই চিনলাম আমায় চিনলাম না
ক্যমনেতে চিনব তোমায় না দাও যদি ধরা?