এই যে পথ চলে গেছে
দূরে কোন অজানায়
যেন এক জাদুময় মায়াজাল
যেন এক রহস্য জড়ানো মুগ্ধতা
কিছু ভয়, কিছু দ্বিধা, কিছু আড়াল।
কি আছে এ পথের শেষে
হয়ত কিছুটা পেরুলেই হবে শেষ
নয়ত চলে যাবে দূর হতে বহুদূর
পথের শেষে কি থাকে
তা কে জানে পথের শুরুতে?


এই যে জীবন পেলাম এক
আমারিতো জীবন, অথচ কতটা অচেনা
জীবন পথের বাঁকে বাঁকে কি আছে
কি হবে তারপর- দুটো পা বাড়ালে
এই যে অনিশ্চয়তা, এই যে রহস্যময়তা
তাতো এই অচেনা পথের মতোই
যে পথের ওপারে শুধুই ধূসর.... ধূসরতা!