কোন এক অপরিচিতা আমার সামনে এসে দাঁড়াল
নিরবে, অসংকোচে স্বপ্নিল স্বপ্নময় মায়া নিয়ে
কে তুমি, হে নিরব অতিথী? আমি সুধালাম তাকে
কে তুমি অপরিচিতা কে তুমি নতুন হে?
যে ফুল ফুটবে আগামীর ভোরে সেকি ঘ্রাণ ছড়াবে?
যে পাখি চলে যাবে এ চেনা পথে সেকি গান গাইবে?
যে নদি চলে গেছে চোখের অলখে সেকি পথ হারাবে?
যে মুক্তো রয়ে গেছে সাগরের অতলে সেকি রূপে মাতাবে?
অপরিচিতা আমি জানি না অনিশ্চিত ভবিষ্যৎ, গন্তব্য
আমি জানি চলে যাব পৃথিবীর ওপারে সব মায়া ছেড়ে
সেথায় কে তুমি পথের আড়াল হতে মিছে মায়া বাড়ালে
আমি ক্লান্তিহীন হেঁটে যাই;দলে যাই সব মায়া, বন্ধন
আমার এ নির্লিপ্ত চলে যাওয়ায় শোনিনা কোন বারন
কোন প্রেমময়ীর গান, কোন মায়াময়ীর আহ্বান
সেথায় তোমার মিনতি পূর্ণ চোখে- অশ্রু ঝরলেই কি হবে?