ভিসুভিয়াস তুমি একদিন ক্রোধে জ্বলে উঠেছিলে
তোমার প্রতিবেশী পম্পেই নগরীর বুকে
পলকে নিভিয়ে দিয়েছিলে গোটা জনপদ
তোমার উদগিরিত লাভার ছাইচাপা আগুনে।
ইতালির পম্পেই নগরী
সবুজ শ্যামল ধন সম্পদে পূর্ণ
এক বেহেশতী বাগান।
অভাব কাকে বলে জানতা ওরা
ভোগের পেয়ালা উপচে পড়ে চারধারে।
খোদার আর্শীবাদ পেয়ে খোদাকে যায় ভুলে
পাপের নগরী ছাড়ে ধার্মিক খৃস্টানেরা।
বিকৃত লালসা, পথে পথে বেশ্যালয়, পানশালা
কে পশু কে মানুষ নেই ভেদাভেদ।
দেয়ালে দেয়ালে আঁকা নষ্ট চিত্রকর্ম
নগরীর অলিতে গলিতে উদ্ভট ভাস্কর্য।
ওরা মেতে উঠেছিল পাপে
সুন্দরী নগরী হয়েছিল পাপের আঁধার।
পাপ কর্মে কে কাকে হারাবে ছিল সেই প্রতিযোগিতা।
বিশাল স্টেডিয়ামে চলত
মানুষ বনাম পশুর লড়াই
চারধারে বিকৃত মানুষের পৈচাশিক উন্মাদনা।
একদা ঈশ্বর নিলেন চরম প্রতিশোধ
ভিসুভিয়াস পুড়িয়ে দাও এ পাপিষ্ঠ জনপদ
যে যেখানে যে অবস্থায় আছে
পুড়িয়ে রেখে দাও সযতনে
আগামীর মানুষের জন্য ওরা হোক নির্দশন।
আমি অশ্লীলতায় পূর্ণ জনপদকে এমনি করে
আমার ক্রোধের আগুনে জ্বালি।
ঈশ্বরের আদেশ পেয়ে কোন এক দুপুরে
জ্বলে উঠেছিল ভিসুভিয়াস
ইতালির পম্পেই নগরীর পাপীদের পথে।
চোখের পলক পড়ার আগে
জীবন্ত আগুনের কয়লায়
চাপা পড়ে পম্পেই অধিবাসী!