বৃষ্টি নামবে বলে আমি বসে আছি বৃষ্টির প্রতীক্ষায়
বাড়ির উঠোনে ছড়ানো ধান হয়েছে সরানো
দঁড়িতে ঝুলানো ভেঁজা কাপড় নিয়ে গেছে ঘরে
ক্ষেতে বাঁধা গরুগুলো তাকিয়ে আছে অসহায়
একটা ছোট্ট নৌকা দোলছে ঢেউয়ের তালে
সাদা বক যাচ্ছে উড়ে বাঁশঝাড়ের গা ছুঁয়ে
আম কুড়ানির দল হয়েছে জড়ো আমের আশে
দ্রিম দ্রুম পড়ছে কালো জাম ঘরের চাল জুড়ে
এসবে আমার নেই কোন বোধ, বোধহীন আমি
আমার সব দৃষ্টি কেন্দ্রীভূত করেছি অসীম আকাশে
এই তো নামবে বৃষ্টি ভীষণ, ভিঁজিয়ে দেবে সব
স্বর্গের দ্বার খোলে ঝরবে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে
কৃষ্ণচূড়ার রাঙা ফুলের পাপড়ি ছুঁয়ে চুয়ে পড়বে
গাছের নিচে দাঁড়ানো আমার কপোল জুড়ে
হঠাৎ এক দমকা বাতাস এসে
উড়িয়ে নিয়ে গেলো আকাশে জমে থাকা মেঘ
কালো আকাশ ফুঁড়ে  হাসল বেরসিক সূর্য
বৃষ্টি নামি নামি করে আর নামলো না শেষে
মোরগের ছানারা উকি মারে পালকের ফাঁক গলে
আমি বসে থাকি আশাহত বদনে রোদেলা দুপুরে!