রোজা তোমার কেমন হবে
ওহে রোজাদার?
দৃষ্টি তোমার থাকবে নিচু
হাঁটবে না তুমি পাপের পিছু।
দিনে করবে না পানাহার।

রোজা তোমার কেমন হবে
ওহে রোজাদার?
হাত দিয়ে ধরবে না অন্যের কিছু
রবের প্রতি থাকবে মস্তক নিচু।
রোজাদার কে করাবে আহার।

রোজা তোমার কেমন হবে
ওহে রোজাদার?
করবে না তুমি অন্যায় কিছু
যেন হবে তুমি নিষ্পাপ শিশু
রমজান মাস হলে পার।