বড় হলেও যায় নি হারিয়ে
    আমাদের ছোট বেলা,
ছোটদের মাঝে বর্তমান তা
      ভুল হবে না বলা।


তাই তো খুঁজি ছোটদের মাঝে
     ছোট বেলার স্মৃতি,
কিন্তু যা দেখি হৃদয় বিদারক
    ছোট বেলার ইতি।


স্মৃতি মাখা সেই ছোট বেলা
   আসলেই হারিয়ে গেছে,
ছোট রা আজ অনেক বড়
   প্রযুক্তির ছোঁয়া এসে।


চোখে পড়ে না এখন তো সেই
    মজার খেলা গুলো,
কখনো ঘাম, কখনো কাদা,
   কখনো মাখতাম ধুলো।


ঘরের কোণে রাস্তার পাশে
    ঘাড় টা রাখে বাঁকিয়ে,
দেয় না সম্মান মুরুব্বী দের
  মোবাইল এ শুধু তাকিয়ে।


   ছোট বেলা অদৃশ্য হয়েছে
       আজ ছোটদের কাছে,
ছোট বেলা সেই অতীত ই রয়েছে
    স্মৃতি হয়ে শুধু ভাসে।


  ধুলি মাখা সেই খেলা গুলো
        প্রযুক্তি নিল কেড়ে,
সময় যায় চলে ফ্রিফায়ার, পাপ জি,
      টিকটক, মেসেঞ্জারে।


জানি না আমি মেটাবো কিভাবে
    শৈশব দেখার নেশা?
প্রযুক্তির আড়ালে ও যায় না যে
    শৈশবের স্মৃতি মোছা।