দে চাঁদা
নয় তো দাদা,
এ দেশে বাঁচার-
নেয় তো অধিকার।

উলঙ্গ শরীর
পরে আছে স্থির,
বিবেক আছে কার
একটু ঠেকাবার?

অন্যায় মানেনি
আপোষ করেনি,
কি হবে এবার-
সময় নেই ভাবার।

ক্রোধ উঠলো
বুদ্ধি গেলো,
দেহ টা তার নিথর-
ঈশ! মাথায় মারল পাথর।


মৃত লাশ
কত যে উচ্ছ্বাস,
নাচ এরই বাহার।
এটাই রূপ ক্ষমতার?