ওরা প্রশ্ন করে জানো-
বলে "আমি কেন তোমার পাগল "?
বলি কই না তো , বলে "তবে চোখে কেন জল"?
ওরা প্রশ্ন করে জানো-
বলে কি আছে তার ভিতর ?
বলি জানিনা তো , বলে "তবে ওকে নিয়েই স্বপ্ন কেন তোর" ?
ওরা প্রশ্ন করে জানো-
বলে "কি দিয়েছে সে তোকে" ?
বলি চাইনি তো , বলে "তবে কেন বেঁধে রেখেছি তাকে বুকে" ?
ওরা প্রশ্ন করে জানো-
তোকে ছাড়া বাঁচা কি যায় না ?
বলি মরি নাই তো , বলে "তবে এমন তো জীবন হয়না ।"
ওরা প্রশ্ন করে জানো-
অযৌক্তিক প্রশ্ন শত শত ।
কিছুই মানি নাতো , শুধু মানি তুমিই আমার অন্তহীন ভালবাসার পাত্র !