চেষ্টা কখনো থামিও না জীবনে
ফল আসুক যতই শূন্য ।
ফলাফল থেকে চেষ্টায় তো তোমার
প্রভুর কাছে হয় গণ্য !

চেষ্টা করো হাল না ছেড়ে
রবের রজ্জু আঁকড়ে ধরে।
আত্মবিশ্বাসে মনটা ভরে
জয় কে একদিন ফেলবে ধরে।