চলো অন্য কোন ভোরে
অন্য কোন সীমাহীন আলোর দ্বারে
সবুজে মুখরিত ক্যানভাসে;
চলো ধোঁয়াওঠা কুয়াশার কার্নিশে
পথের মত আরো দূরে।


এলোপাথাড়ি ধূ ধূ হাওয়ার প্রান্তরে
চলো পাখির মত উচ্চতা ছুঁয়ে;
শেষ সীমায় নতজানু আকাশের ভূয়ে
অথবা ম্রিয়মাণ গোধূলির কাছে
ঢেউয়ের সাথে নতুন কোন সাঁঝে


চলো মেঘের দেশে
চলো রোদের গায়ে গা মেলাতে;
চুল এলাতে। মুখ লুকাতে
চলো রঙ মাখিয়ে ফুলের কাছে।


চলো পাহাড় চূড়ায়। গোপন গুহায়
অ্যাডভেঞ্চারে।
চলো ভুল সাগরে। লক্ষকোটি
বালির ভিড়ে।