সমুদ্রের কাছে; নতজানু হয়ে থাকে আকাশ
দুটো ভিন্ন শহর অভিন্ন হয়ে যায়-
আলোহীন অন্ধকারে।
তারকাটার ওপাশ থেকে ফড়িং আসে ফড়িঙের ডানা শুকে
অসত্যের দাবানল নিভে যায়,
অন্ধ হয়ে যায়।
তোমার আমার মত সকল সত্য শুধু বেঁচে থাকে-
ভিন্ন শরীর নিয়ে।
এসো, অভিন্ন হই;আলোহীন অন্ধকারে।
ছুঁয়ে দেখি সমুদ্রের উষ্ণতা। আকাশের গভীরতা...