আমি মরলে ভূত হবো।
“তোমায় ভয় দেখাতে নয়
আমার গাছে থাকতে ভালো লাগে!”
তেঁতুল গাছের ডগায়;ঘর বানাবো
সারা রাত থাকবো জেগে
দুপুর-বিকেল ঘুমিয়ে যাবে
দেখবে শুধু কাক, শালিকে!
তোমার ঘরে ঢিল পরবে
মিথ্যে কথা। আমি নামবো
রাত বিরাতে;
দক্ষিণের ধুলা উত্তরে নেবো
দারুণ রকম ঘূর্ণিপাকে।
তোমার কি খুব কষ্ট হবে?
আমার মত ভূতের হাতের অত্যচারে।
ঠিক আছে! চালতা গাছে ঘর বানাবো
তোমার হতে;আরো হাত দশেক দূরে!
না, না ছেড়ে যাবো না;
দূরে থাকলে দেখার ইচ্ছে বাড়ে!
তুমি কখনো আমায় ছুঁতে চাইবে?
না চাইলে।
যখন সন্ধ্যা নামবে পুকুর পাড়ে;
আমি তোমায় ঠিকই ছোঁব অন্ধকারে।
আচ্ছা! তুমি মরলে ভূত হবে?
না, না কাউকে ভয় দেখাতে নয়
দুজন গাছে থাকতাম একই সাথে!!