একদিন সকল ব্যস্ততা ভুলে
স্থির হয়ে দেখো-
তোমার জানালায়ও একটি মাকড়সা জাল বুনে- চক্রাকারে।
একদিন চেয়ে দেখো;
বাতাসে সবুজ পাতাদের উৎসব!
টাঙানো দড়িটায়, কাকের কাটানো অবসর
কয়েকটা মাছিও হয়তো থাকবে; শুকনো কাপড়ে।
একদিন শান্ত চোখে চেয়ে দেখো;
তোমার এঁটো থালার কাছে পৌঁছে গেছে-একদল পিঁপড়ের সারি
তাদের সূচালো ঠোঁটে কেবলই উত্তেজনা!
চেয়ে দেখো;
দমকা হাওয়ায় উড়তে থাকা কবুতরের পালক।
একটা-দুটো রঙিন ঘুড়ি
একদিন সকল ব্যস্ততা চুকিয়ে
চেয়ে দেখো; এমন অনেক না দেখা কিছু...