সান্নিদ্ধে থাকা পরিচিত কণ্ঠস্বরের অপরিচিত নিঃশ্বাসে কি থাকে-
নারী তা জেনেও জানে না। বুঝেও বোঝে না
ভান ধরে; পুরুষটি যেন পুঁচকে খোকা অথবা পিতৃসমতুল কেউ


ছুঁয়ে দেখো ছুঁয়ে দেখো গ্রীবা কিংবা ভ্রুর এক তৃতীয়াংশ...
সব তোমার জন্যই!
পুরুষরা গন্ধে আন্দোলিত হয়। সে গন্ধ
হতে পারে চুলের হতে পারে লিপস্টিকের
কিন্তু নারী! নারীর চাই স্পর্শ


ছুঁয়ে দেখো ওষ্ঠ এবং রগরগে হৃৎপিণ্ডের উপরিভাগ...
এসব তোমার জন্যই
পুরুষের ভূষণ যখন অন্ধ উন্মাদনা
আর নারী তখন অন্ধকারেও লজ্জা ছুঁয়ে থাকে
নতজানু, যেন তার বিশেষ ভূষণ


ছুঁয়ে দেখো ছুঁয়ে দেখো ঘামাক্ত শরীর, বিদেহী উত্তেজনা...
শেষমেশ নারী অস্ফুট থেকেই তৃপ্তির দ্বার খোলে;
পুরুষ ধোঁয়ায় মিলিয়ে যায়।শতাব্দীর অন্য কোন পুরুষের মত!