নিশ্চল মধ্যরাতে; পিঁপড়ের ঘুম
নিশ্চিত হলে-শতভাগ নিশ্চিত
চেনা অর্ধমৃত শরীর থেকে বেরিয়ে আসে-আমি।
ছুরির ধার তখনো জেগে...
ল্যাম্পপোস্টের আলোতে জ্বলজ্বল, ভাগ্যিস বোবা।
আমি, ছুঁয়ে দেখে কণ্ঠনালী-তর্জনী
একজন নিঃশ্বাস- আমিকে চিনে ফেলেছিল প্রায়
পাছে দীর্ঘশ্বাস না আসে।
আমি-দেয়াল ঘেঁষে দাঁড়াল।দ্রুত।
...আমিহীন দেহটা পাশ ফিরে শোয়
পরিচিত ভঙ্গিমায়।
আমি-অপলক তাকিয়ে থাকে...
যেমন তাকিয়ে থাকে চকচকে ছুরিটা