মধ্যবিত্ত শহরের কাছাকাছি-
আমি তন্দ্রাচ্যুত একজন
স্পষ্ট দৃষ্টিসীমা নিয়ে-এখন জেগে
অবশিষ্ট বাদাম ভাঙার শব্দ;
বিক্রেতার আঙ্গুলে।
এগিয়ে চলে খুচরো পথিকের পা
ক্লান্তির ছায়া নিয়ে।
রাতটা অসংখ্য নিশুতি নক্ষত্রের
অর্ধচাঁদটাও খণ্ডিত নারকেল পাতার চিড়লে!
তুমি বলেছিলে- তোমার জানালার চাঁদটা
গিলে খায়; এক শাখা শিমুল।