নিষ্পাপ স্রোত ভেসে আসে-সুদূর থেকে
এখানে গোধূলি এখনো নামেনি-
একপাটি জানালা খুলে রাখে- খয়েরি রঙ
বিরহ আঁচ করতে পারি; যখন
থেমে গেছে হাওয়ার চঞ্চল বেগ
সুরহীন, কণ্ঠহীন কোকিল এসে বসে
মস্তিষ্কের কাছে।
ভ্রূক্ষেপ তখনো ভবঘুরে হয়ে ঘুরে বেড়ায়
পরিচিত বারান্দায়।
নিরবধি স্রোত বয়ে যায়-
আমার অন্যমনস্ককে রেখে
ফিরতে ইচ্ছে করে না,
গোধূলি এখনো ঠিক জমে ওঠেনি
চিকচিকে জলে।
পাশ ফিরে শুই বকুলের পথে
গন্ধ লেগে থাকে নরম ধূলোতে
গোধূলি ধীরপায়ে আমায় অতিক্রম করে
মোহের বেষ্টনীতে তখনো বকুল শুকি
স্রোত এগিয়ে যায়; অন্ধকারের মত অতদূর
আমি ফের গোধূলির জন্য অপেক্ষা করি।