হেমন্ত নিয়ে আসে দুবেলা কুয়াশা
আমি জমা দেই; ছেঁড়া কাশফুল
শুভ্র মেঘগুলো বেওয়ারিশ হয়ে যায় দিনে দিনে
হেমন্ত দ্বার খোলে নীল আকাশের।
খুব ভোরে না হয় তারও একটু আগে,
হেমন্ত রেখে যায় বিন্দু বিন্দু শিশির!
ঘুম ভেঙ্গে হেঁটে যাই, ফসলের মাঠে
হেমন্ত আমায় জাদু দেখায়-
সব সোনালী হয়ে যায়।সোনালী হয়ে যায়
                  সোনালী হয়ে যায়...