তুমি না থাকলে; এর আর দরকার হবে না আমার
নিঃশ্বাসের ওঠা নামা, আমি ফুসফুস দিয়ে চালিয়ে নিতে পারবো।
হৃৎপিণ্ড বরং তুমি নিয়ে যাও!
হৃৎপিণ্ডের যা কিছু কাজ সব তোমায় ঘিরেই
তুমি কি করছ, কি করবে, কি ভাবছো, কি ভাববে ইত্যাদি ইত্যাদি।
যৌক্তিক অযৌক্তিক সকল চিন্তায়, ও তোমায় নিয়ে আসে
শরীরের এটুকুই কেবল আমার অবাধ্যে চলে আসছে বরাবর।
তোমার জন্য,ও শরীর জুড়ে অবরোধ করে
চোখকে পোড়ায়, মস্তিষ্ক বিকল করে দেয়
হাত পায়ে ঢালে অবশের মত ব্যামো।
হৃৎপিণ্ড বরং তুমি নিয়ে যাও
তোমায় ছাড়া ও  থাকতে চাইবে না; আমার পাঁজরের বেষ্টনীতে!