সদ্য সুতা কাটা ঘুড়ির মত উড়ে যায়;এক খণ্ড উদাস মেঘ
তার স্বতঃস্ফূর্ত ছায়া ছুটে যায়
মাঠের সবুজ গালিচা দিয়ে।
দোলে ওঠে বনফুল-ডোবার চকচকে জল
নববধূর জানালায় আছড়ে পরে শরতের বিকেল
ঘুম টুটে যায় অশ্বারোহীর।মিঠে হাওয়ার কথোপকথনে
হাঁসগুলো পালক বদল করে কাশফুল দিয়ে!


একান্ত নিঃসঙ্গতায়; এমন একটি শরৎ নামে
দুচোখ বেয়ে। ফিরে যাই গোধূলির নিমগ্ন আভার কাছে।
তালগাছের মুণ্ডুর উপর যেখানে দেখা দেয়; স্বচ্ছ আধখানা চাঁদ
আমি পরজীবী বলে, ছুঁয়ে দেখা হয়নি কখনো
এমনকি শিউলির তলা!


অলীক সুখ, আমায় সবুজের শরীর থেকে উপড়ে নিয়েছে
মাটি সুদ্ধ।আমায় রোপণ করেছে পুনরায়
গ্রিন হাউজের উপর তলায়।
এখান থেকে শরৎ কেবল মনে দেখা যায়! চোখে নয়...