কেন আসা? এ চক্রাকার বাস্তুসংস্থানে!
কোন একদিন কেউ এসেছিল-
তাকে ফুঁড়ে অন্য কেউ; অন্য কেউ থেকে সে।
সে থেকে আমি আর আমি থেকে...
কেন আসা? এ প্রজন্মক্রমের সাথে!
উদ্দেশ্যহীনতায় তবে কি খুঁজি
মৃত্যু নামক অবসান পর্যন্ত।
তারা কি খুঁজতো বা কি খুঁজবে
সভ্যতার শরীর ছিড়ে-কেটে কি আবিষ্কার করেছিল তারা;
কি অসম্পূর্ণ আছে আমাদের জন্য! কিংবা তাদের জন্য
কি অনাবিষ্কার রেখে যাবো।
কেন আসা? এ উদ্দেশহীন পন্থায়!
আমরা কেবল অলীক সুখ খুঁজি। হয়তো তারাও খুঁজতো
ভবিষ্যৎও খুঁজবে...
শুনেছি আদিলগ্ন থেকে রাতটা অভিন্ন!
হয়তো সে জানে-
কেন এ আসা যাওয়ার ধারা