জলশূন্য চৌচির দুর্ভিক্ষে-
তোমার স্তন ফুঁড়ে জন্মালো একটি বৃক্ষ!
শাখা-প্রশাখা মেলে,তুমি ডাকলে তোমার ক্ষুধার্ত শিশুদের
কতগুলো সাপ এলো, রাজহাঁস এলো
এমনকি ডিমওয়ালা মাছ।
এদেশ থেকে সেদেশ থেকে কতশত কাঙ্গাল এলো;
তোমার শরীরে আশ্রয় খুঁজতে!
কতগুলো স্বদেশী ইঁদুর তাড়া করে বিলেতি সাপ’কে-
‘এ গর্ত আমার জন্য তুমি কেন?’
তোমার শরীর খুঁড়ে ফের গর্ত হল।
তবু তুমি হাত বোলালে চেনা-অচেনা সন্তানদের পিঠে
তোমার হৃদয় ফুঁড়ে জন্মায়;বিস্তৃত আবাসন
তোমার প্রশস্ত হৃদয়ে কেউ খুঁটি গেঁড়ে তাবু খাটায়।
তোমার অর্ধাঙ্গ জুড়ে বুঝি পিতাও থাকে!
নয়তো এত ত্যাগ কেন তোমার?
অমানবিকতার তীব্র মৌসুমে তুমি জন্ম দিলে ভালোবাসা!
সদ্য নাভি কেটে, সে ভালোবাসা তুমি তুলে দিলে মানুষের কোলে!!