একবার নয়তো অনেকবার আমাকে আকাশ খুলে দেয়, আকাশচারী।
আমি উপেক্ষা করে চৈত্রের পোড়া মাঠ দেখি!
ঘুঙুর পরা বালিকার ছন্দপতন দেখি...
সব পুড়ে যাক; ছারখার হোক। ছন্দপতন হোক
তাতে তোমার কি?
তাই তো! তাতে আমার কি!
আকাশচারী, তুমি আকাশ দেখাও