একলক্ষ বিকেল সমেত তোমার জন্য অপেক্ষায় রবো
জাগতিক চাহিদায় ঢালবো- আরো দুমুঠ উন্মাদনা
সাময়িক পায়চারী চলমান থাকবে;
কেবল তোমার প্রহর গুনে!
তোমার অপেক্ষায় থাকবে-হাতের গুচ্ছ গোলাপ,
হৃৎপিণ্ডের অতি বেগ এমনকি পথের ধুলো।
তোমার অপেক্ষায় যৌবন এসে থেমে থাকবে-শূন্য কোঠায়
তোমার অপেক্ষায় নখগুলো ব্যথাহীন হয়ে জেগে থাকবে,
গোধূলির কাছে জমতে থাকবে স্রোতরাশি।
অপেক্ষায় থাকবে ফাগুনের রক্তিম আভা,
দূর্বাপথ, শিমুলের হাওয়া, দেয়ালের পলেস্তরা
অপেক্ষা-অপেক্ষা কলরব থাকবে ঝিঁঝিঁ’র কয়েক মৌসুম
অপেক্ষা অথচ প্রতীক্ষাও এসে হার মেনে যাবে!
তুমি আসতে পারো ভেবে, আরো একটু অপেক্ষা করবে- সম্মুখের দৃষ্টিপথ