অতন্দ্র রাত গভীর হতে পারে না
কিছুতে। ম্রিয়মাণ চোখের আলোতে
তারা লক্ষ্যচ্যুত হয় একবার দুইবার করে
অগণিত। বোধহীন চাহনি সামলাতে জানে না ক্ষত
ছত্রভঙ্গ করুণারা আসে চাঁদের শরীর বেঁয়ে
পৃথিবীতে। ক্রমশে সান্তনা পিছু হটে হৃদয় থেকে
প্রিয়ার পিপাসায় মৃত্যু যখন প্রায়
কাছে। রাত গভীরতার পর্দা টেনে দেয় এসে