মেঠো পথ চেনো তো?
মাটি উপর মাটি জমে যেখানে
পায়ের নির্দিষ্ট চিহ্নটুকু রেখে;
যেখানে স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে দূর্বা
আমি সে পথের কথা বলছি।
শুকনো পাতা ঝরার দিনে-
যে আবৃত থাকে হাওয়ার অপেক্ষায়
শিশির ভাঙা নরম কুয়াশার দিনে
যে গালিচার মত থাকে। ওই অতদূর
পথ চেনো তো?
যেখানে জল চুষলে সোঁদাগন্ধ হয়; বর্ষায়
আমি সে পথ থেকে এসেছি।
আমার বৃদ্ধাঙ্গুলির সাথে তার সখ্যতা ছিল।বহুকাল।
ও পথে আমার গন্ধ খুঁজে পাবে
নয়তো আমার শরীরে ও পথের।