চিবুক নালা কেটে রাখে জল গড়ানোর
জল গড়ায় অন্ধকারের বসন বেয়ে...প্রতিদিন।
পথ খুঁজে নেয় পথের দীর্ঘতা।
পায়রার চোখের মত স্বচ্ছ-সে পথ
আজানের কাছাকাছি বাদুর পাখা ঝাপটায়;রোজ
এক সানকি শিউলি-ঢেকে দেয় চোখের যাবতীয় পাপ
কিংবা জলরেখা।
প্রাচীন টেরাকোটার মত চোখ তবু জেগে থাকে...
শরীরের কোটরে।