তোমার কণ্ঠে আশ্রিত শব্দগুলো;
সুর হয়ে ওঠে
প্রেম হয়ে ওঠে
বিরহ হয়ে ওঠে
তন্দ্রাচ্ছন্ন ইন্দ্রিয় শুদ্ধতম স্বপ্নটি দেখে-
পুনর্বার।
ভণিতা মিশ্রিত আহ্লাদগুলো জীবিত হওয়ার প্রতীক্ষায় থাকে।
ততক্ষণে বিকেল এলিয়ে পরে- দেয়ালের আস্তরণে
অবিকল দুলে যাওয়া পালের মত
দোল এসে আছড়ে পরে বামপাশের বাকি অংশে
ঈর্ষান্বিত পথ ফুরিয়ে আসতে চায়!
আমি না হেঁটে পথ জমিয়ে রাখি
মহাকাল অবধি।
তোমার একান্ত শব্দগুলোয় আমি বিভোর হয়ে থাকি
অনবিজ্ঞ মাতাল যেমন এক পেগ মদে।
উচ্চবিলাসি মরীচিকাকে পথ দেই;
আমাকে অতিক্রম করার
প্রেম অথবা বিরহ হয়ে ওঠা শব্দগুলো
কোনভাবেই মরীচিকার সঙ্গী হতে পারে না!
এখন সন্ধ্যাবাজে,
যখন নিশুতি রাত বাজবে-
তখনো জ্যোৎস্নার সাথে মজলিস হবে
তোমারই শব্দগুলো নিয়ে।