শহর পুড়লে; কপাল খোলে
প্রজাপতির।
ডানার কোন ছায়া পরে না-অঙ্গারে
পোড়া গন্ধে মিষ্টতা খুঁজতে আসে,
লাল পিঁপড়া।
নতুন অট্টালিকার বন্দোবস্তে
পিচ ফুঁড়ে বেড়িয়ে আসে কেঁচো
একদল দাড়কাক খোঁজে, পোড়া মাংস।
সভ্য বিড়ালটা শুধু লেজ নাড়ায়; লোকচোখে
কুকুরের থেকে যায়- শুকে দেখার পুরনো অভ্যাসটা
ডাস্টবিন থেকে মাছিগুলো উড়ে আসে;অঙ্গার ওড়াতে।
একটা দুটো ইঁদুরছানা কেবল দূর থেকেই দেখে-পোড়া শহর!
সাদা পায়রা থাকে আরো দূরে!
তাহলে শহর পুড়লে, কপাল খোলে না কার?