ভ্রুকুটির আভিজাত্যে তুমি নারী
চাবুক তুলে নাও
আমি লাগাম নিলেম।
তোমার বিরক্তি প্রলয়ের মত;
ভয়ংকর
যা কিছু হতে পারে;যা কিছু ঘটতে পারে মুহূর্তে
তোমার শীতল চাহনিও অবিশ্বাস্য নয়!
মুচকি হেসো না-কোন পুরুষের চোখে
তবে গোলাপ পায়ে পিষতে হবে
প্রতিদিন।
তুমি ঠিক ছলনা নও! অথচ সবটাই মরীচিকা
নারী, তোমার প্রকৃত রূপ এত গভীরে কেন?
গভীরে কেন? বৈচিত্রের আদি নিবাস...
নারী, তোমার শত নিরুত্তরেও
তোমাতে নোঙর করি-
পাঁজরের বাকি অংশের খোঁজে!!