বিষপান করলে; মৃত্যু উপেক্ষা করে যায় বরাবর
ঘুমেমরা বোধহীনদের মত।
তাইতো সবজি দোকানীদের দিকে সেই একইভাবে
তাকিয়ে থাকে পুঁইয়ের ডগা।
মমীহীন পুরনো মাছগুলো শুয়ে থাকে ট্রেতে
নতুন ক্রেতাদের চোখ আওড়াতে।
চকচকে ফলগুলো মাছিহীন নিঃসঙ্গতায় ভুগে রোজ।
মিথ্যে দিয়ে পলিশ করা ঠোঁটগুলো শাক-মাছের মতই
জীবন্ত লাগে। অথচ ওরা মৃত্যুর মত লীন হয়ে
কোথায় যেন হারিয়ে গেছে।