“ঘুমন্ত বিবেক”
শেখ মুহাম্মদ সোহেল রানা


বিশ্ব-জুরে আজ মুসলমান দমনের
       হচ্ছে কত রকম ফঁন্দি ,
জম্মু কাশ্মীরের মুসলমানরাও যেন
       আজ হইলো গৃহ-বন্ধি।
মোদির ক্ষমতার অপব্যবহার করে
        করল অধিকার হরণ,
নিঃস্ব অসহায় জম্মু ও কাশ্মীর বাসী
        যেন সঙ্গী হলো মরন।
ইহুদি, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, নাস্তিক
        আজ হলো সবাই এক,
যেন চোখ থাকতেও অন্ধ মুসলমান
        ঘুমন্ত যেন এই বিবেক।
মুসলমান রক্তে রক্তাক্ত আরাকান
       নদীতে ভাসে সেই দেহ,
এসব দেখেও বিশ্ববাসী থাকে চুপ
       তার খোঁজ নেয়না কেহ।
উচ্ছেদ, গনহত্যা ও লুটপাট করল
       বার্মা সূচির হায়না দল,
জীবনটাকে নিয়ে আসলো পালিয়ে
       ফেলে স্বপ্ন শেষ সম্ভল।
ফিলিস্তিনেও সব অধিকার বঞ্চিত
       ঝরে কতো তাজা প্রাণ,
আর কত-দিন হবে এমন নির্যাতন
      কবে ফিরে পাবে সম্মান।
জন্ম-ভূমি পেয়েও দুগ্ধ শিশুরা কেন
      পায়না বাঁচার স্বাধীনতা,
নির্মম ভাবে হত্যা করেন ইসরাইল
      চুপ থাকে বিশ্ব মানবতা।


[রচনাকালঃ ৩০/০৮/২০১৯ ইং]
কানিহারী, ত্রিশাল, ময়মনসিংহ।