অহংকারীর মন
শেখ মুহাম্মদ সোহেল রানা


কোনটা ন্যায় কোনটা অন্যায়
     ভয় করেন না পাপে,
ধন-সম্পদের অহংকার করে
     টাকার পাল্লায় মাপে।
আদব কায়দার বড়ই অভাব
     অহংকারী সেই মনে,
আঘাত দিয়ে সব কথা বলে
     ভক্তি নেই গুরুজনে।
অহংকার মনে পরকে আপন
      আপনকে করে পর,
হিংসার আগুনে জ্বলে উঠেন
      ভাঙ্গেন সুখের ঘর।
নিজের মর্জিটাই বড় তাদের
      বাকী সব মূল্যহীন,
দুঃখ সুখেরই মানুষের জীবন
     বাস্তবতা কাটে দিন।
কাজের বেলায় বড় উদাসিন
      মিথ্যা বলাতে পটু,
ঝগড়াটা তাদের প্রধান কাজ
      বলবেন কথা কটু।
কথার প্যাঁচে থাকেন এগিয়ে
      মানবেনা কভু হার,
বাবা তার একাই কোটিপতি
    দাদা ছিলো জমিদার।
আজকে ধনী কালকে ফকির
     বড়াই করে কিসের,
পতন হয় কত ধনী দুলালের
     হিংসায় নীল বিষের।
বদ-মেজাজী স্বভাব তাদের
      সাম্যতা নেই মনে,
গীরগিটির মতো রং বদলায়
      নিজের প্রয়োজনে।
কারো দূর্বলতাকে পুঁজি করে
      খোটা মুখে আসে,
অশ্রুই ভেজা মুখটাকে দেখে
      বুক ফুলিয়ে হাসে।
নিজের দোষটা চাপিয়ে দেয়
      অন্য জনের কাধে,
সত্য মিথ্যা সঠিক না বুঝেই
      শুধুই ঝগড়া বাধে।


[রচনাঃ ০৩/০২/২০২৩ ইং]