“পথ শিশু”
শেখ মুহাম্মদ সোহেল রানা


ধনীর দুলালের, ভোগ বিলাসে কাটে দিন
     তারা আছেন যেন এক মহা সুখে,
অনাদর ও অবহেলায় কাটছে এই জীবন
     দু’মুঠো অন্ন জুটেনা তাদের মুখে।
কেউ দেখে না এই সমাজটার পথ শিশুর
     ক্ষুদার জ্বালা বুকফাটা আর্তনাদ,
অবহেলায় কাটে এই জীবনটাকে তাদের
     তার প্রতিদানে শুধু পায় আঘাত।
সমাজে দুঃখ, কষ্ট ও লাঞ্চনা কতো তারা
    আজকে তারা পথ শিশু বলে পায়,
অনাদর অবহেলায় নয়, অধিকারটি নিয়ে
   এ সমাজে তারাও তো বাঁচতে চায়।
তারা জ্ঞানের আলোয়, গড়তো এ জীবন
    দেশের উন্নয়নেতে রাখত অবদান,
শিক্ষার অধিকার পেলে তারা হতে পারে
    একদিন এই দেশটার সূর্য্য সন্তান।
তারা করতো লেখাপড়া, হাতে থাকত বই
     আজকে তারা করেন কেন কাজ,
জ্ঞানের এই আলোয় করতো আলোকিত
      পথ শিশু আজকের এই সমাজ।


[রচনাকালঃ ২৮/১২/২০১৭ ইং]
কানিহারী, আহাম্মদবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।